ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষের ঘটনায় নিহত ১৮ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১:১৩ পিএম, জানুয়ারি ৩০, ২০২৫
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষের ঘটনায় নিহত ১৮  বিধ্বস্ত উড়োজাহাজ

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ কর্মকর্তারা স্থানীয় সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন, এ পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে হতাহতের সংখ্যা সম্পর্কে এখনো কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি।

পুলিশ জানায়, উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, এবং স্থানীয় জনগণও তাদের সহায়তা করতে ঘটনাস্থলে হাজির হয়েছেন। এই পরিস্থিতিতে সবাই একসাথে চেষ্টা করছে যাতে আরও সম্ভাব্য জীবিতদের উদ্ধার করা যায়।

প্রায় ৩০০ জন জরুরি সেবা কর্মী বর্তমানে কাজ করছেন। তারা পুলিশ, ডাইভার এবং নৌকাগুলির মাধ্যমে পোটোম্যাক নদীতে জীবিতদের খোঁজার চেষ্টা করছেন, যদিও পরিস্থিতি খুবই চ্যালেঞ্জিং— বাতাস তীব্র এবং অন্ধকার।  

সংঘর্ষে বিধ্বস্ত যাত্রীবাহী উড়োজাহাজটিতে ৬৪ জন আরোহী ছিলেন।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে মাঝ আকাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।  

ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে জানানো হয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট রেগানের কাছে যাওয়ার সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে মাঝ আকাশে সংঘর্ষ হয়।

ওয়াশিংটন, ডিসির বাসিন্দা আবাদি ইসমাইল নামের এক প্রত্যক্ষর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, পোটোম্যাক নদীতে উদ্ধার কার্যক্রম চলছে।  

আবাদি বলেন, আমি দুইটি অস্বাভাবিক শব্দ শুনেছি, যা আমি আগে কখনো শুনিনি এবং এটি যুদ্ধের মতো শোনাচ্ছিল। তিনি শব্দ শুনে দ্রুত জানালায় দৌড়ে যান কিন্তু বাইরে দেখেন শুধু ধোঁয়া উড়ছে। আবাদি জানান, এই ঘটনাটি স্থানীয় সময় রাত ৯টার দিকে ঘটে।

দুর্ঘটনার পর একাধিক সংস্থা বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৫
এমএম

বাংলাদেশ সময়: ১:১৩ পিএম, জানুয়ারি ৩০, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।