ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

অধিবেশন থেকে শুভেন্দুসহ চার বিজেপি বিধায়ককে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
অধিবেশন থেকে শুভেন্দুসহ চার বিজেপি বিধায়ককে বহিষ্কার

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ দলের চার বিধায়ককে অধিবেশন থেকে বহিষ্কার করা হয়েছে। আগামী ৩০ দিন তারা বিধানসভার অধিবেশনে যোগ দিতে পারবেন না।

বিধানসভা থেকে বহিষ্কার হওয়া বাকি তিন বিধায়ক হলেন- অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারক। গত সাড়ে তিন বছরে বিধানসভা থেকে চারবার সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর- সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিধানসভার অধিবেশন ছিল। এতে যোগ দেয় রাজ্য সরকার, বিরোধী দলসহ অন্যান্যরা। অধিবেশনে সরস্বতী পূজা করা নিয়ে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি হয়েছিল, সেটির ব্যাপারে মুলতবি প্রস্তাব জমা দেয় বিজেপি। স্পিকার (ভারতীয়দের ভাষায় বিধানসভার অধ্যক্ষ) বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাব পাঠের অনুমোদন দেন।

অগ্নিমিত্রা পাল প্রস্তাব পাঠ করার পর সেটির ওপর আলোচনা চায় বিজেপি। কিন্তু স্পিকার জানান, এ প্রস্তাব নিয়ে আলোচনা হবে না। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা স্লোগান দেন। স্পিকারের চেয়ারের কাছে গিয়ে কাগজ ছিঁড়ে ছুড়ে মারেন শুভেন্দু। এরপর বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

বিজেপির এই আচরণের নিন্দা জানিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা যে আচরণ করছেন যথাযথ নয়। নিন্দা করছি।

বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ শুভেন্দুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এরপরই শুভেন্দুসহ চার বিজেপি বিধায়ককে ৩০ দিনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেন স্পিকার।

এ সিদ্ধান্তের ব্যাপারে বিধানসভার বাইরে এসে শুভেন্দু বলেন, হিন্দুদের হয়ে কথা বলতে গিয়ে আমাকে এক মাস বাইরে রাখা হয়েছে। আমি গর্বিত।

পরে তিনি অভিযোগ করে বলেন, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক অধিবেশনের সময় ছিলেন না। বঙ্কিম ঘোষ নিজের আসনে বসে বিক্ষোভ দেখিয়েছিলেন। তারপরও তাদের বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর বক্তব্য দেবেন মুখ্যমন্ত্রী। এজন্যই বিরোধী দলীয় নেতাসহ চার বিজেপি বিধায়ককে বহিষ্কার করা হয়েছে।

শুভেন্দু আরও বলেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় আমিও বাইরে বক্তব্য দেব। মুখ্যমন্ত্রী যেদিন যেদিন বিধানসভায় আসবেন, বিজেপি বিধায়করা সেদিন অধিবেশন বয়কট করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।