ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
পাকিস্তানে পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

পাকিস্তানে পোলিও টিকাদানকারীদের নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় ঘটনাটি ঘটে।

খবর ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর হাতেগোনা যে কয়েকটি দেশে এখনো পোলিওর প্রাদুর্ভাব উল্লেখযোগ্য তার মধ্যে পাকিস্তান অন্যতম। আফগানিস্তানও পোলিওও প্রাদুর্ভাব বেশি। দুই দেশেই রোগটি মহামারি আকার ধারণ করে।

কয়েক দশক ধরে এ দুই দেশে, বিশেষ করে পাকিস্তানে এলাকা ভাগ করে দলীয়ভাবে টিকাদান কর্মসূচি চলে। এসব দলগুলোকে পুলিশ নিরাপত্তা দেয়। জঙ্গিরা হরহামেশাই টিকা দানকারী দলগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে।

বাজাউর জেলার পুলিশ কর্মকর্তা নিয়াজ মুহাম্মদ জানিয়েছেন, টিকা প্রদানকারী দলটিকে একজন পুলিশ কর্মকর্তা নিরাপত্তা দিচ্ছিলেন। এ সময় দুজন মোটরসাইকেল আরোহী বাউজারের টিকা প্রদান কেন্দ্রে এসে গুলি চালায়। ওই পুলিশ কর্মকর্তার গায়ে গুলি লাগে ও তিনি ঘটনাস্থলেই নিহত হন। পোলিও দল অক্ষত রয়েছে।

আফগানিস্তানের সঙ্গে বাজাউর জেলার সীমান্ত ৫২ কিলোমিটার। এলাকাটি বহুদিন আগে থেকেই জঙ্গিপ্রবণ। ফলে পোলিও টিকা কর্মসূচি শুরু করার আগে বাউজারে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়।

ওয়াকাস রফিক নামে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, হামলার পর ঘটনাস্থলসহ জেলার অন্যান্য এলাকায় অভিযান চালানো হচ্ছে। কারা এ হামলায় জড়িত, দ্রুত খোঁজা হবে।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।