ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন সেতু ধসে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন সেতু ধসে নিহত ৪

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণাঞ্চলের অ্যানসিয়াংয়ে নির্মাণাধীন মহাসড়ক সেতুর কাঠামো ধসে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৯ মিনিটের দিকে, সিউল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, মহাসড়কের সেতুকে ধরে রাখা পাঁচটি ৫০ মিটার (১৬৪ ফুট) দীর্ঘ কাঠামো একের পর এক ধসে পড়ে। একটি ক্রেনের মাধ্যমে কাঠামোগুলো নির্দিষ্ট স্থানে রাখার পরপরই এ দুর্ঘটনা ঘটে।

অ্যানসিয়াং ফায়ার সার্ভিস কর্মকর্তা কো কিয়াং-ম্যান জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’ন চীনা নাগরিক। এছাড়া আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

টেলিভিশনে সম্প্রচারিত ব্রিফিংয়ে কো কিয়াং-ম্যান বলেন, হতাহতরা সেতুর পাটাতন বসানোর কাজ করছিলেন। কাঠামোটি ভেঙে পড়ার সময় তারা দুই দিক থেকেই নিচে পড়ে যান।

দক্ষিণ কোরিয়ার সম্প্রচারমাধ্যম ওয়াইটিএন দুর্ঘটনার ফুটেজ প্রকাশ করেছে। এতে দেখা যায়, একটি সেতুর উঁচু পাটাতন ধসে পড়ে, আর উদ্ধারকর্মীরা স্তম্ভগুলোর নিচে ভেঙে পড়া কংক্রিটের স্ল্যাব ও ধাতব কাঠামো পরীক্ষা করছেন।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই স্যাং-মোক নির্দেশ দিয়েছেন, দুর্ঘটনাস্থলে কেউ নিখোঁজ থাকলে দ্রুত তাকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি, আরও ক্ষয়ক্ষতি এড়াতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

ন্যাশনাল ফায়ার এজেন্সির তথ্য অনুযায়ী, অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য তিনটি হেলিকপ্টার ও প্রায় দেড়শো উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। পরিবহন মন্ত্রণালয়ও ঘটনাস্থলে বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।