জার্মানির পশ্চিমাঞ্চলীয় মানহাইম শহরে জনতার ভিড়ের মধ্যে দ্রুতগতির একটি গাড়ি উঠে যাওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (০৩ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টার পর শহরের পারাডেপ্লাটজ মার্কেট স্কয়ারে গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহতও হয়েছেন। তবে পুলিশ নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি।
সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তি বা তার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। জার্মান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তিনি বর্তমানে হাসপাতালে রয়েছেন।
জার্মানিতে কার্নিভাল মৌসুম চলছে। মানহাইম২৪ নিউজের খবর উদ্ধৃত করে ডয়চে ভেলে জানায়, একটি কালো রঙের গাড়ি (এসইউভি) উচ্চগতিতে কার্নিভাল উপলক্ষে আয়োজিত মেলার পাশের জমায়েতের ওপর উঠে যায়।
কাছেই একটি রেস্তোরাঁয় বসে থাকা এক প্রত্যক্ষদর্শী স্থানীয় গণমাধ্যমকে জানান, গাড়ি তুলে দেওয়ার ঘটনার পর সমস্ত কিছু যেন অস্থির হয়ে উঠেছিল।
পুলিশ এখনো স্পষ্টভাবে জানায়নি যে ঘটনাটি ইচ্ছাকৃত ছিল, নাকি একটি দুর্ঘটনা ছিল। গত এক বছরে জার্মানি বেশ কয়েকটি গাড়ি হামলার ঘটনার সাক্ষী হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
আরএইচ