ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ট্রেনের নিয়ন্ত্রণ নিল বিচ্ছিন্নতাবাদীরা, কয়েকশ যাত্রী জিম্মি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
পাকিস্তানে ট্রেনের নিয়ন্ত্রণ নিল বিচ্ছিন্নতাবাদীরা, কয়েকশ যাত্রী জিম্মি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে হামলা চালিয়ে একটি ট্রেনের নিয়ন্ত্রণ নিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। তারা বলছে, কয়েকশ যাত্রীকে জিম্মি করা হয়েছে।

খবর আল জাজিরার।

মঙ্গলবার রেলওয়ে সূত্র আল জাজিরাকে জানায়, জাফর এক্সপ্রেসের নয়টি কোচে চার শতাধিক যাত্রী ছিল। ট্রেনটি প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে উত্তরাঞ্চলীয় শহর পেশোয়ারের উদ্দেশে যাত্রা করছিল।

প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানান, ট্রেনে “তীব্র গুলিবর্ষণ” হওয়ার খবর পাওয়ার পর কোয়েটা থেকে ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দূরে অবস্থিত সিবি শহরের একটি প্রধান হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বলছে, ছয় সামরিক সদস্য নিহত হয়েছেন।  

গোষ্ঠীটি আরও বলেছে, জিম্মিদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। যদি নিরাপত্তা বাহিনী কোনো অভিযান চালায়, তবে প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএলএ।

পাকিস্তানের সেনাবাহিনী এ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

কোয়েটা থেকে পেশোয়ার পর্যন্ত এক হাজার ৬০০ কিলোমিটার (৯৯৪ মাইল) দীর্ঘ ট্রেনযাত্রায় ৩০ ঘণ্টা সময় লাগে। আর ট্রেনটি থামে ৩০টিরও বেশি স্টেশনে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।