ফিলিস্তিনের গাজা উপত্যকায় তীব্র বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় নিহত বেড়ে ২৩২ জনে দাঁড়িয়েছে।
সোমবার স্থানীয় সময় রাত আড়াইটার পর শুরু হয় ইসরায়েলের হামলা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত ফিলিস্তিনিদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে।
গাজায় ঘনবসতিপূর্ণ শহর, অস্থায়ী স্কুল, আবাসিক ভবন ও তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর রাতভর চলেছে ইসরায়েলের বিমান হামলা।
এই হামলা এমন সময়ে হলো, যখন গাজায় মানবিক সংকট চরমে রয়েছে। কেননা সেখানে ইসরায়েল দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সব ধরনের সহায়তা ও পণ্য প্রবেশ বন্ধ রেখেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গাজায় হামলার নির্দেশ দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, হামাস বারবার জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে এবং মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফসহ মধ্যস্থতাকারীদের দেওয়া সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এরই পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হলো।
বিবৃতিতে আরও বলা হয়, এখন থেকে ইসরায়েল আরও বেশি সামরিক শক্তি প্রয়োগ করে হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে।
হামলা চালানোর আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে পরামর্শ করে। হোয়াইট হাউসের এক মুখপাত্র ফক্স নিউজকে বিষয়টি জানান।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতানিয়াহু ও তার কট্টরপন্থী সরকারকে যুদ্ধবিরতি ভেঙে ফেলার দায়ে অভিযুক্ত করেছে এবং বলেছে, তারা জিম্মিদের অজানা বিপদের মুখে ফেলে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
আরএইচ