ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, আরও ২৭ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
গাজায় ইসরায়েলি হামলা চলছেই, আরও ২৭ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা চলছেই। মঙ্গলবার রাতভর হামলায় অন্তত ২৭ ফিলিস্তিনির প্রাণ গেছে।

আগের রাত থেকেই ইসরায়েল গাজায় ব্যাপকভাবে হামলা শুরু করে। খবর আল জাজিরার।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কর্মকর্তা তাহের আল-নোনো বলেন, গাজায় ইসরায়েলের নতুন করে বোমা হামলা চালাচ্ছে। তবে হামাস এখনো আলোচনার দ্বার সম্পূর্ণভাবে বন্ধ করেনি।

গাজায় নতুন করে ইসরায়েলের চালানো হামলায় চার শতাধিক ফিলিস্তিনির প্রাণ গেছে। নিহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় বইছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি গাজার ওপর ইসরায়েলি বিমান হামলায় বিস্মিত ও ক্ষুব্ধ।  

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, নতুন বোমাবর্ষণ কেবল শুরু। হামাসের সঙ্গে আলোচনার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, হামলার মধ্যেই তা চলবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উপত্যকাটিতে ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৪৮ হাজার ৫৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ ১২ হাজার ৪১ জন আহত হয়েছেন।

গাজা সরকারের তথ্য অফিস নিহতের সংখ্যা হালনাগাদ করেছে। তারা বলছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। তারা বলছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে এক হাজার ১৩৯ জনকে হত্যা করে। পাশাপাশি আড়াইশ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এর জবাবে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।