যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফোনে কথা বলছেন। আগের দিন ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন।
এর আগে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া ও ইউক্রেন পরস্পরের মধ্যে ১৭৫ জন যুদ্ধবন্দি বিনিময় করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাশিয়ার হেফাজত থেকে মুক্ত ১৭৫ বন্দির পাশাপাশি আরও ২২ জন গুরুতর আহত সেনাকেও উদ্ধার করা হয়েছে। তাদের সবাইকে দ্রুত চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া হবে।
মঙ্গলবার ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনে কথা হয়। পরে ক্রেমলিন জানায়, রাশিয়া সাময়িকভাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধ রাখবে।
তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মতি জানাননি, যা দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের পথে বাধা হিসেবে দেখা যাচ্ছে। এর কয়েক ঘণ্টা পরই, ইউক্রেন ও রাশিয়া রাতভর পাল্টাপাল্টি বিমান হামলা চালায়।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
আরএইচ