ইসরায়েলি বিমান বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সীমান্ত থেকে ছোড়া রকেট হামলার জবাবে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দখলদার বাহিনী।
শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও আধাসামরিক গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী।
এক বিবৃতিতে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউএনআইএফআইএল) যুদ্ধবিরতির অগ্রগতিকে বিপন্ন না করতে সব পক্ষকে দৃঢ়ভাবে অনুরোধ করেছে। বিবৃতিতে বেসামরিক মানুষের জীবন ও সাম্প্রতিক মাসগুলোয় স্থিতিশীলতা ভঙ্গের ঝুঁকির কথাও বলা হয়। এমন অস্থিতিশীল পরিস্থিতি আরও বেড়ে গেলে ওই অঞ্চলের জন্য তা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করা হয়।
ইউএনআইএফআইএল বলছে, বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে গেছে। আমরা হিজবুল্লাহ ও ইসরায়েলকে তাদের প্রতিশ্রুতি বজায় রাখার জন্য উৎসাহিত করছে। আমাদের সদস্যরা তাদের অবস্থান বজায় রেখেছে। এর মধ্যেই শনিবার (২২ মার্চ) লেবানন থেকে ইসরায়েলে রকেট আক্রমণ ও তেল আবিবের সীমান্ত ওই অঞ্চলের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে কমপক্ষে ছয়টি রকেট ছোড়া হয়েছে। তিনটি রকেট সীমান্তের কাছে পড়ে গেছে, বাকি তিনটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করেছে।
লেবাননের গণমাধ্যমের খবর অনুযায়ী, তুলন গ্রামে ইসরায়েলি হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ তাদের সেনাবাহিনীকে আক্রমণের জবাব দেওয়ার নির্দেশের পর শনিবার সকালজুড়ে বিমান বাহিনীর হামলা অব্যাহত ছিল।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এমএইচডি/এমজে