রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। হামলায় উঁচু একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।
ইউক্রেনের বিমান বাহিনী জানায়, দেশটির দিকে নিক্ষেপ করা ১৪৭টি ড্রোনের মধ্যে ৯৭টি ভূপাতিত করা হয়েছে।
এরমধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধের অবসান ঘটাতে মস্কোর ওপর নতুন করে চাপ প্রয়োগে মিত্রদের আহ্বান জানিয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতভর ইউক্রেনের ছোড়া প্রায় ৬০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর জেরে গাড়িতে অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন।
সৌদি আরবে রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা বৈঠক করবেন। এদিকে, রাশিয়া জানায়, সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তাদের আলাদা বৈঠকের আগে জটিল কারিগরি আলোচনা করা প্রয়োজন।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণাঙ্গ আগ্রাসন চালায়। বর্তমানে মস্কো ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
আরএইচ