ইয়েমেনের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর জবাবে গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
হুতি-সমর্থিত গণমাধ্যম বুধবার জানায়, সাদা ও আমরান অঞ্চলে অন্তত ১৭টি হামলা হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহর ওয়েবসাইটে বলা হয়, মার্কিন যুদ্ধবিমান থেকে ভয়াবহ হামলা চালানো হয়েছে। তবে হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত উল্লেখ করেনি গোষ্ঠীটি।
হুতি-সমর্থিত গণমাধ্যম আল মাসিরাহ টিভির প্রতিবেদনে বলা হয়, সাদার পূর্বাঞ্চল এবং আল সালেম জেলা লক্ষ্য করে কয়েকটি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি উত্তর-পশ্চিম আমরান প্রদেশের সুফিয়ান জেলায় দুটি বিমান হামলার ঘটনা ঘটেছে।
এ ছাড়া মঙ্গলবার রাতে মার্কিন যুদ্ধবিমান সাদার পশ্চিমে সাহার জেলায় পাঁচটি বিমান হামলা চালায়। প্রতিক্রিয়ায় হুতিরা জানায়, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার এক্স হ্যান্ডলে জানান, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্যে একটি হামলা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ওপর চালানো হয়। তেল আবিবে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালানোর কথাও জানায় গোষ্ঠীটি।
তিনি উল্লেখ করেন, আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে হুতি বিদ্রোহীরা লড়াই চালিয়ে যাবে। হুতিরা ইয়েমেন উপকূলের কৌশলগত জলসীমায় ইসরায়েলি নৌচলাচলে বাধা দিয়ে যাচ্ছে। যতক্ষণ না আগ্রাসন বন্ধ হয় এবং গাজা উপত্যকার অবরোধ তুলে নেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে তারা অভিযান চালিয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
আরএইচ