ঢাকা, মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০১ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘বের হয়ে যাও হামাস’- স্লোগানে গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
‘বের হয়ে যাও হামাস’- স্লোগানে গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভ

ইসরায়েলি হামলা বন্ধের পাশাপাশি অবরোধের ইতি টানার দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকশ ফিলিস্তিনি। গাজার বেইত লাহিয়া, বেইত হানুন ও জাবালিয়ার সড়কে সড়কে তারা বিক্ষোভ করেন।

মঙ্গলবার ফিলিস্তিনিদের ওই বিক্ষোভ হয় বলে জানায় বিক্ষোভকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল— আমরা মরতে চাই না, আমাদের শিশুদের রক্ত এত সস্তা নয়, যুদ্ধ বন্ধ করো- ইত্যাদি। বার্তাসংস্থা ওয়াফা এসব তথ্য জানায়।

এক বিক্ষোভকারী বলেন, ‘বাস্তুচ্যুতি অনেক হয়েছে। আমরা বাঁচতে চাই। অবরোধ বেশ কঠোর। খাবার নেই, নিরাপত্তা নেই, পানি নেই, এমনকি অর্থ পর্যন্ত নেই। এই পরিস্থিতি আর সহ্য করা যায় না। আমরা মর্যাদার সঙ্গে বাঁচতে চাই। ’

এফপির প্রতিবেদনে বলা হয়, কিছু বিক্ষোভকারী হামাসবিরোধী স্লোগান দিয়েছিলেন। বেইত লাহিয়ায় কিছু বিক্ষোভকারী ‘বের হয়ে যাও হামাস’ ও ‘হামাস সন্ত্রাসী’— বলে স্লোগান দেন।

মাজদি নামে এক বিক্ষোভকারী নিজের পূর্ণ নাম প্রকাশ না করে বার্তাসংস্থাটিকে বলেন, ‘মানুষ ক্লান্ত হয়ে গেছে। ’ তিনি বলেন, ‘যদি গাজায় হামাসের শাসন থেকে মুক্তি পাওয়া-ই সমাধান হয়, তবে হামাস কেন আমাদের সুরক্ষিত করার জন্য শাসন থেকে সরে দাঁড়াবে না?’

গাজায় ইসরায়েলি হামলায় বুধবার সকাল থেকে আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনই শিশু। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় এই নিয়ে ৫০ হাজার ১৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  

ইসরায়েলি হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন এক লাখ ১৩ হাজার ৭০৪ জন। এদিকে গাজা সরকারের তথ্য অফিস হালনাগাদ তথ্যে বলছে, নিহত দাঁড়িয়েছে ৬১ হাজার ৭০০ জনে। ধ্বংসস্তূপে চাপা পড়া ফিলিস্তিনিদেরও মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।