ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা, আহত ৩ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৪, এপ্রিল ৭, ২০২৫
গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা, আহত ৩ 

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গাজা উপত্যকা থেকে প্রায় ১০টি রকেট তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে। এসব ক্ষেপণাস্ত্রের বেশির ভাগই প্রতিহত করা হয়েছে

দেশটির সেনাবাহিনী আরও জানিয়ছে, এই হামলার বিষয়টি পর্যালোচনাধীন।

ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ বলছে, এসব রকেটের টুকরো অ্যাশকেলন ও গান ইয়াভনে এলাকায় পড়েছে।  এতে কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনজন সামান্য আহত হয়েছেন।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডসের দাবি, তারা ইসরায়েলের উপকূলীয় একটি শহরে হামলা চালিয়েছে।

কাসসাম ব্রিগেড জানায়, তারা ইসরায়েলের আশদোদ শহরে রকেট হামলা চালিয়েছে।

এই হামলা গাজার বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলে তারা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।