ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় অন্তত চারজন নিহত হয়েছেন। জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

রোববারের ওই হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে  ২০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। স্থানীয় বিভিন্ন সূত্রের বরাতে এই খবর জানায় আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো রাজধানী থেকে পশ্চিমে বনি মাতার জেলার আল জাবাল আল আসওয়াদ এলাকায় আরও তিনটি হামলা চালায়। তবে সেসব হামলায় হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বলেছিল, মার্কিন বিমান হামলায় তাদের শক্তিশালী ঘাঁটি সাদায় অন্তত দুইজন নিহত হয়েছেন এবং নয়জন আহত হয়েছেন।

হুতি বাহিনীর আল মাসিরা স্যাটেলাইট নিউজ চ্যানেলে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বিমান হামলায় দুটি তলা একটি ভবন ধসে পড়ছে।

ইয়েমেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে তীব্র বিমান হামলা চলছে। ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে এই হামলা হচ্ছে।  

লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলার জবাবে এই অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে ইয়েমেনি গোষ্ঠীটি হামলা অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।