ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। সোমবার ভোর থেকে শুরু করে এ পর্যন্ত অন্তত ৬০ জন নিহত হয়েছেন এবং ১৮ মার্চ যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে চার লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এরমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন এবং তারা এমন দেশগুলোর বিষয়ে আলোচনা করেছেন, যারা গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিতে রাজি হতে পারে।
এদিকে জাতিসংঘের ছয়টি সংস্থার প্রধানরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছেন। তারা উল্লেখ করেছেন, যুদ্ধবিরতি ভাঙার পর মাত্র এক সপ্তাহেই ইসরায়েল এক হাজারেরও বেশি শিশুকে হত্যা বা আহত করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৫ হাজার ৩৩৮ জন আহত হয়েছেন।
অন্যদিকে, গাজায় পরিচালিত সরকারের মিডিয়া অফিস জানায়, ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার নিখোঁজ ব্যক্তিকে মৃত ধরে নিয়ে মোট নিহত ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে অন্তত এক হাজার ১৩৯ জন নিহত হন। গাজার সশস্ত্র গোষ্ঠীটি দুই শতাধিক লোককে জিম্মি করে। এরপর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়েই যাচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
আরএইচ