ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
গাজায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বাহিনী আরও অন্তত ২৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। মঙ্গলবার তাদের হত্যা করা হয় বলে জানায় হাসপাতাল সূত্র।

খবর আল জাজিরার।

আল জাজিরা অ্যারাবিক জানায়, গাজার দক্ষিণ অঞ্চলে খান ইউনিস শহরের পশ্চিমে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ইসরায়েলি হামলার ফলে এক নারী নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন।

প্যালেস্টিনিয়ান ইনফরমেশন সেন্টার থেকে দ্বিতীয় এক প্রতিবেদনে বলা হয়, হামলায় দুজন নিহত হয়েছেন— একজন বয়স্ক নারী ও একজন পুরুষ। পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজা এখন ‘হত্যাযজ্ঞের ক্ষেত্র’ হয়ে উঠেছে, কারণ ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ এলাকা লক্ষ্য করে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। শিশুসহ বহু লোকজন হামলায় নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৫০ হাজার ৮১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ১৫ হাজার ৬৮৮ জন।  

তবে গাজার মিডিয়া অফিস বলছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। যারা ধ্বংসস্তূপের নিচে পড়ে নিখোঁজ রয়েছেন, তাদেরও নিহত বলে ধরে নেওয়া হচ্ছে।  

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে অন্তত এক হাজার ১৩৯ জন নিহত হন। গাজার সশস্ত্র গোষ্ঠীটি দুই শতাধিক লোককে জিম্মি করে। এরপর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়েই যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।