মার্কিন বেস্টসেলিং লেখিকা জিলিয়ান লরেন পুলিশের গুলিতে আহত হয়েছেন। তাকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তারও করা হয়েছে।
খবরে বলা হয়, এক গাড়ি দুর্ঘটনার পর পালিয়ে যাচ্ছিলেন তিন সন্দেহভাজন। পুলিশ কর্মকর্তারা তাদের ধরার চেষ্টা করছিলেন। এরমধ্যেই এক সন্দেহভাজন বাসার কাছাকাছি চলে এলে অস্ত্র নিয়ে বেরিয়ে আসেন লরেন। ঈগল রক এলাকার ওই বাসায় তিনি স্বামীর সঙ্গে বাস করেন।
লরেনকে বারবার অস্ত্র ফেলে দিতে বলা হলেও তিনি তা না করে উল্টো পুলিশের দিকে বন্দুক তাক করেন। একপর্যায়ে পুলিশ গুলি চালায়। এতে তার কাঁধে আঘাত লাগে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, এক সন্দেহভাজন লরেনের বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালান লরেন। এ সময় পুলিশ গুলি চালালে তিনি কাঁধে আঘাত পান এবং বাড়ি ফিরে যান। আধাঘণ্টা পর বের হয়ে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
এ ঘটনায় পুলিশ দুই নারীকে হেফাজতে নেয় এবং লরেনকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তার আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে। পরে তার বাসা থেকে একটি ৯ মিলিমিটার হ্যান্ডগান উদ্ধার করে পুলিশ। এরপর তাকে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়।
এদিকে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানায়, সন্দেহভাজন চালককে কিছুক্ষণ পরেই আটক করা হয়। সংস্থাটির মুখপাত্র ড্যানিয়েল কীন এ তথ্য নিশ্চিত করেন।
জিলিয়ান লরেন দুটি বেস্টসেলিং আত্মজীবনীমূলক বই লিখেছেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলার স্যামুয়েল লিটলের সাক্ষাৎকার ও অপরাধজীবনের ওপর ভিত্তি করে বিহোল্ড দ্য মনস্টার নামে একটি বই লিখেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
আরএইচ