যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্কনীতির অপব্যবহার করার অভিযোগ তুলে চীন অন্যান্য দেশগুলোকে সতর্ক করে বলেছে, নিজেদের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো অর্থনৈতিক চুক্তি যেন কেউ না করে যা চীনের জন্য ক্ষতিকর।
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের উত্তেজনা আরও বাড়িয়ে দিল চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এই বিবৃতি।
এর আগে ব্লুমবার্গের এক প্রতিবেদন বলা হয়, ট্রাম্প প্রশাসন এমন একটি পরিকল্পনা করছে, যাতে যেসব দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক ছাড় চায়, তাদেরকে চীনের সঙ্গে বাণিজ্য কমাতে চাপ দেওয়া হবে। এতে আর্থিক নিষেধাজ্ঞার কথাও রয়েছে। এই খবর প্রকাশ পাওয়ার পর চীন এই হুঁশিয়ারি দিল।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ২ এপ্রিল বিশ্বের বহু দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। তবে অনেক দেশের ওপর সেই শুল্ক পরে স্থগিত করা হয়। অথচ চীনের ওপর কঠোর শুল্ক অব্যাহত রাখা হয়, যা এখন ১৪৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। পাল্টা প্রতিক্রিয়ায় চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে সম্প্রতি চীন ইঙ্গিত দিয়েছে, তারা আপাতত আর শুল্ক বাড়াবে না।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র তথাকথিত ‘সমতা’র অজুহাতে সব বাণিজ্য অংশীদারের ওপর শুল্ক আরোপ করেছে এবং অন্যদের ‘পাল্টা শুল্ক’ আলোচনায় জোর করেছে।
তিনি আরও বলেন, চীন দৃঢ়ভাবে তার স্বার্থ রক্ষা করতে সক্ষম এবং অন্য দেশগুলোর সঙ্গে দৃঢ় ঐক্য গড়তে আগ্রহী।
এই বিষয়ে চীনা নীতিনির্ধারণী প্রতিষ্ঠান প্লেনামের অংশীদার বো ঝেংইউয়ান বলেন, আসলে কেউই পক্ষ নিতে চায় না। বিশেষ করে যেসব দেশ বিনিয়োগ, প্রযুক্তি জ্ঞান এবং বাজারের জন্য চীনের ওপর নির্ভরশীল, তারা যুক্তরাষ্ট্রের চাপে সহজে নতি স্বীকার করবে না। দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশই এই দলে পড়ে।
চীন তার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে চলতি সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি অনানুষ্ঠানিক বৈঠক আয়োজন করবে। সেখানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ তোলা হবে এবং বলা হবে, এটি বৈশ্বিক শান্তি ও উন্নয়ন প্রচেষ্টার ওপর ‘ছায়া বিস্তার করছে। ’
এদিকে, চলতি মাসের শুরুর দিকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির বিষয়ে প্রায় ৫০টি দেশ তাদের উদ্বেগ প্রকাশ করে আলোচনায় বসেছে। এ পর্যন্ত জাপান ও ইন্দোনেশিয়াসহ কিছু দেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, যেখানে তারা যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে এবং অন্য দেশের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এমএম