ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরিদের ‘শত্রু’ না ভাবার আহ্বান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
কাশ্মীরিদের ‘শত্রু’ না ভাবার আহ্বান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারতশাসিত কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অঞ্চলটির মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তার দেশের জনগণের উদ্দেশে একটি মানবিক আবেদন জানিয়েছেন। তিনি অনুরোধ করেছেন, কাশ্মীরের জনগণকে যেন শত্রু হিসেবে বিবেচনা না করা হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শ্রীনগরে দেওয়া এক বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।

ওমর আব্দুল্লাহ বলেন, আমি দেশের জনগণের কাছে বিনীতভাবে অনুরোধ করছি— দয়া করে এমনটা ভাববেন না কাশ্মীরিরা আপনাদের শত্রু। আমরা এই সহিংসতার জন্য দায়ী নই। গত ৩৫ বছর ধরে আমরাও সন্ত্রাসবাদ ও সহিংসতার যন্ত্রণা বহন করে আসছি।

ওমর আব্দুল্লাহ এই মন্তব্য করেন এমন এক সময়ে, যখন পহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বর সন্ত্রাসী হামলার পর ভারতের বিভিন্ন প্রান্তে কাশ্মীরিদের ওপর সহিংসতা ও হয়রানির অভিযোগ উঠেছে। তিনি বলেন, কাশ্মীরের মানুষরাও রাস্তায় নেমে এই বার্তা দিয়েছে— এই হামলায় তাদের কোনো সম্পর্ক নেই। এটা কাশ্মীরিদের পক্ষেও ছিল না।

পহেলগাঁওয়ে হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি গভীর শোক ও সহানুভূতি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের শিকার হওয়া ২৫ জন এখানে ঘুরতে এসেছিলেন, আর তাদের সঙ্গে ছিলেন আমাদেরই এক স্থানীয় যিনি অন্যদের জীবন বাঁচাতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করেছেন।

পহেলগাঁওয়ের পরিস্থিতি

গত মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৮ পর্যটক নিহত হন। আহত হন ২০ জনের বেশি। ভারতীয় বিভিন্ন সূত্রের বরাতে সেখানকার সংবাদমাধ্যম বলছে, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে লস্কর-ই-তৈয়বার একটি সহযোগী সংগঠন হামলার দায় স্বীকার করেছে।

হামলার পর পহেলগাঁও ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনা ও আধাসামরিক বাহিনীর উপস্থিতি বাড়ানো হচ্ছে। ভারতের কেন্দ্রীয় সরকার সীমান্ত ও আন্তঃরাজ্য চলাচলে কড়াকড়ি আরোপ করেছে।

এ ঘটনার ফলে কাশ্মীরের পর্যটন খাতে বড় ধাক্কা লেগেছে এবং স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। একইসঙ্গে আসন্ন অমরনাথ যাত্রার আগে কড়া নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা করছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।