ইয়েমেনে হুতি বিদ্রোহীরা ছয় সপ্তাহেরও কম সময়ে যুক্তরাষ্ট্রের সাতটি রিপার ড্রোন ভূপাতিত করেছে, যার মোট মূল্য ২০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
ইরান-সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানে এটি পেন্টাগনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় ও নাটকীয় আর্থিক ক্ষতির ঘটনা।
প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, গত এক সপ্তাহেই তিনটি রিপার ড্রোন ভূপাতিত হয়েছে— যা ইয়েমেনে মার্কিন ড্রোনগুলোর ওপর হুতিদের হামলার ক্ষমতা আরও উন্নত হয়েছে।
হুতিদের হামলায় ধ্বংস হওয়া এসব ড্রোনের মধ্যে কিছু ড্রোন সাগরের মধ্যে পড়েছে, আর কিছু ড্রোন স্থলভাগে পড়ে ভেঙে গেছে। এসব ড্রোন হামলা চালানোর জন্য বা নজরদারি কাজের জন্য ব্যবহৃত হচ্ছিল।
যুক্তরাষ্ট্র হুতিদের ওপর হামলা বাড়িয়েছে। গত ১৫ মার্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বড় পরিসরে সামরিক অভিযান শুরু করার নির্দেশ দেন। সেই থেকে মার্কিন বাহিনী প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে।
ট্রাম্পের হুঁশিয়ারি, হুতিরা যতদিন গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে চলাচল করা জাহাজে হামলা বন্ধ না করবে, ততদিন যুক্তরাষ্ট্র চূড়ান্ত প্রাণঘাতী শক্তি ব্যবহার করবে।
অভিযানের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র হুতিদের ওপর ৭৫০টির বেশি হামলা চালিয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
আরএইচ