ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে নিন্দা ও সমবেদনা জানান তিনি।
ফোনে মোদীকে রুশ প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, ভারত সফরের জন্য তাকে যে নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে তা তিনি গ্রহণ করেছেন এবং শিগগিরই নয়াদিল্লি আসবেন।
সোমবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। পুতিন বলেছেন, ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে রাশিয়া পূর্ণ সমর্থন দেবে। ’
সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকেও মোদীর সঙ্গে ফোনালাপের তথ্য নিশ্চিত করা হয়েছে। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টকে ভারত সফরের নিমন্ত্রণ করেছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট আন্তরিকভাবে সেই নিমন্ত্রণ গ্রহণ করেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার ৮০তম বিজয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা এবং তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ফোনালাপে উভয় নেতা ভারত ও রাশিয়ার বিশেষ এবং পারস্পরিক স্বার্থ রক্ষাকারী কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীরে নিয়ে যেতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ’
গত ২২ এপ্রিলের কাশ্মীরের পহেলগাঁওয়ে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে পর্যটকদের ওপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এতে কমপক্ষে ২৬ জন নিহত হন। ভয়াবহ এই হামলার জন্য কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করে যাচ্ছে ভারত।
এরপর থেকেই দুই দেশের সম্পর্কে উত্তেজনা চলছে। বলতে গেলে তলানিতে গিয়ে ঠেকেছে। এরইমধ্যে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ভারত। পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। এমন অবস্থায় দুই দেশের সীমান্তে সেনাদের মধ্যে কয়েকবার গোলাগুলির ঘটনাও ঘটেছে। পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে উঠলে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার শঙ্কা রয়েছে। এমন আবহের মধ্যেই ভারত সফরে আসবেন বলে জানালেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
এসএএইচ