ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা করছে সিরিয়া: আহমেদ আল-শারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, মে ৮, ২০২৫
ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা করছে সিরিয়া: আহমেদ আল-শারা

ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার ইসরায়েলের সঙ্গে পরোক্ষভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।  

ঘোষণাটি এমন এক প্রেক্ষাপটে এলো যখন এক সপ্তাহ ধরে সিরিয়ার ওপর ইসরায়েলের হামলা চালিয়ে যাচ্ছে , যার মধ্যে একটি বিমান হামলা দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের মাত্র ৫০০ মিটার দূরে আঘাত হানে।

ইসরায়েল দাবি করেছে, সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের প্রতি হুমকির জবাব হিসেবে তারা সম্প্রতি যে বিমান হামলাগুলো চালিয়েছে।

আহমেদ আল-শারা বলেন, ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনা চলছে, উত্তেজনা প্রশমিত ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই পরিস্থিতি সামাল দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি সিরিয়ায় চলমান অস্থিতিশীলতার জন্য ইসরায়েলের “ইচ্ছেমতো হস্তক্ষেপ ও হামলা”কে দায়ী করেন।

তিনি আরও জানান, দামেস্ক এখন এমন দেশগুলোর সঙ্গেও যোগাযোগ করছে যারা ইসরায়েলের সঙ্গে কথা বলে, যেন তারা ইসরায়েলকে চাপ দেয় সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও অবকাঠামোতে হামলা বন্ধ করতে।

ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আহমেদ আল-শারার এই বক্তব্য এসেছে প্যারিস সফরের সময়। গত ডিসেম্বর মাসে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে সরিয়ে দিয়ে বিদ্রোহী বাহিনীর নেতৃত্বে ক্ষমতায় আসার পর এটি তার প্রথম ইউরোপ সফর।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।