ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

অভিযান এখনো চলছে, জানাল ভারতীয় বিমান বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, মে ১১, ২০২৫
অভিযান এখনো চলছে, জানাল ভারতীয় বিমান বাহিনী

পাকিস্তানের বিরুদ্ধে অভিযান এখনো চলছে এবং সময় হলে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এ কথা জানায় বিমান বাহিনী।

রোববার দুপুরে ভারতীয় বিমান বাহিনী জানায়, অপারেশন সিঁদুরের আওতায় তারা নিজেদের কাজ নির্ভুলভাবে এবং পেশাদারত্বের সঙ্গে সফলভাবে শেষ করেছে। জাতীয় লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে এসব অভিযান বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হয়।

এক্সে দেওয়া পোস্টে আরও জানানো হয়, অভিযান এখনও চলছে, তাই আরও তথ্য পরে জানানো হবে। ভারতীয় বিমান বাহিনী সবাইকে জল্পনা-কল্পনা এবং যাচাই না করা তথ্যের প্রচার এড়াতে অনুরোধ করছে।

পহেলগাম হামলার পর গত ০৬ ও ০৭ মে মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। পরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়। এর পর দুই দেশই একে অপরের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর কথা বলে।  

শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তান দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।