ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে আবাসিক ভবনে আগুন, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, মে ১৮, ২০২৫
ভারতে আবাসিক ভবনে আগুন, নিহত ১৭

ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে সাত বছরের শিশুসহ বেশ কয়েকজন নারী রয়েছেন।  

রোববার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে হায়দ্রাবাদের ঐতিহাসিক চারমিনারের কাছে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর এনডিটিভির

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সকালে ফোন পেয়েই ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। আগুন নেভাতে সক্ষম হলেও ১৭ জনের প্রাণ বাঁচানো যায়নি। আহতদের হাসপাতালে নিয়ে যান উদ্ধারকর্মীরা। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।  

এ ঘটনায় শোক জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলজার হাউস এলাকায় তাদের দোকানের ছাদে থাকত। আমি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আমি কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব এবং এই ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করব। ’

মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন। এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

এক এক্স পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তেলেঙ্গানার হায়দ্রাবাদের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী ‘গভীরভাবে মর্মাহত’। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা শিগগিরই সুস্থ হয়ে উঠুক। নিহতদের প্রত্যেকের স্বজনকে প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। আর আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।

এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।