ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানকে একইসঙ্গে হুমকি ও আশার বাণী দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, জুন ১৫, ২০২৫
ইরানকে একইসঙ্গে হুমকি ও আশার বাণী দিলেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প

ইরান-ইসরায়েলের বর্তমান পরিস্থিতি যখন চরম আকার ধারণ করেছে, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প তার চিরাচরিত ভূমিকা পালন করছেন। তিনি ইরানকে একইসঙ্গে আশার বাণী ও হুমকি দিয়েছেন।

 

বাংলাদেশ সময় রোববার (১৫ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের ওপর কোনোভাবে আক্রমণ চালায় নজিরবিহীন প্রতিঘাত দেখবে। ট্রাম্প এও বলেছেন, চাইলেই তিনি ইরান-ইসরায়েলের মধ্যে শান্তিচুক্তি করিয়ে রক্তাক্ত সংঘাতের অবসান ঘটাতে পারেন।  

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন— ‘আজ (শনিবার) রাতে ইরানে যে হামলা হয়েছে, তাতে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। তবে যদি ইরান আমাদের ওপর যেকোনোভাবে—সরাসরি বা পরোক্ষভাবে—আক্রমণ চালায়, তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী এমন শক্তি প্রয়োগ করবে, যা ইতিহাসে কখনও দেখা যায়নি।

আমরা চাইলে খুব সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি শান্তিচুক্তি করিয়ে দিতে পারি, এবং এই রক্তাক্ত সংঘাতের অবসান ঘটাতে পারি। ’

ইরান এখনো ট্রাম্পের বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশটির রেভল্যুশনারি গার্ড এর আগেই হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র—দুই দেশকেই ‘মূল্য চুকাতে’ হবে।

এ পরিস্থিতির মধ্যেই ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে।  

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।