ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের জন্য বিশ্বব্যাংকের ৯০ কোটি ডলার ঋণ সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০
পাকিস্তানের জন্য বিশ্বব্যাংকের ৯০ কোটি ডলার ঋণ সহায়তা

লন্ডন: ভয়াবহ বন্যায় আক্রান্ত পাকিস্তানকে ৯০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। খবর বিবিসি’র।



পাকিস্তানের সরকারি তথ্য মতে, বিপর্যয়কর এই বন্যায় পাকিস্তানের প্রায় দুই কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে।

এদিকে, জাতিসংঘ জানিয়েছে, আন্তর্জাতিক ত্রাণ সহায়তা পাওয়া যাচ্ছে ধীরগতিতে। জরুরি ভিত্তিতে ৪৬ কোটি মার্কিন ডলারের ত্রাণ সহায়তা প্রয়োজন হলেও মাত্র তিন ভাগের এক ভাগ পাওয়া গেছে।

ব্রিটেনে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ওয়াজিদ সামসুল হাসান বলেন, এই বিপর্যয় সামলে উঠতে পাঁচ বছর ও ১৫০০ কোটি মার্কিন ডলার লাগবে পাকিস্তানের।

বিশ্বব্যাংকের একজন মুখপাত্র জানান, পুনঃকর্মসূচি ও পরিকল্পিত প্রকল্পের মাধ্যমে এই অর্থ দেওয়া হবে। তিনি বলেন, “আমরা দ্রুতই অর্থ পৌঁছে দেওয়ার ব্যাপারে প্রাধান্য দিচ্ছি। ”

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা মৌরিজিও গিউলিয়ানো জানান, পানিবাহিত রোগের কারণে পাকিস্তানে মৃত্যুর দ্বিতীয় ধাক্কা শুরু হতে যাচ্ছে। দ্রুত ত্রাণ না পৌঁছলে খাদ্য ঘাটতিও দেখা দেবে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৩৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।