ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের দক্ষিণাঞ্চলে বন্যা-ভূমিধসে নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, জুন ৭, ২০১০

বেইজিং: চীনের দণিাঞ্চলে বন্যা এবং ভূমিধসে নিহতদের মধ্যে এ পর্যন্ত ৫৩জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

  খবর বিবিসি অনলাইনের।

গত ৩১ মে দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ শুরু হয়।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বন্যার কারণে এরইমধ্যে দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।   ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১১ হাজার বাড়িঘর।

গুয়ানজি বন্যা নিয়ন্ত্রণ কার্যালয় জানিয়েছে, এ পর্যন্ত ৯ টি শহরের ৪২টি এলাকা বন্যায় আক্রান্ত হয়েছে। দেশটির ইউনান, গুজাও ও গুয়ানজি অঞ্চলে দেখা দিয়েছে বিশুদ্ধ খাওয়ার পানির তীব্র সঙ্কট।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ।  

বাংলাদেশ সময়: ১৫২২ঘণ্টা, জুন ০৭, ২০১০
এসআইএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।