ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা হামলায় আরেক ন্যাটো সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, জুলাই ৯, ২০১০
আফগানিস্তানে বোমা হামলায় আরেক ন্যাটো সেনা নিহত

কাবুল: আফগানিস্তানে তালেবানি কায়দায় বোমা হামলার ঘটনায় আরেক জন ন্যাটো সেনা নিহত হয়েছেন। শুক্রবার ন্যাটো বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।



ন্যাটোভুক্ত আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর পক্ষে জানানো হয়, নিহত সেনার পরিচয় এখনো জানা যায়নি। বৃহস্পতিবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এএফপি’র হিসাব মতে, এ নিয়ে চলতি বছরে আফগানিস্তানে মোট ৩৪২ জন বিদেশী সেনা নিহত হলো। গত বছর এই সংখ্যাটা ছিলো ৫২০।

সেনা কমান্ডাররা জানান, মূলত স্থানীয়ভাবে উদ্ভাবিত বিস্ফোরক কৌশলের (আইইডি) মাধ্যমে বোমা হামলার ঘটনায় সেনা নিহতের ঘটনা ঘটছে। তালেবান বাহিনী নিজেদের উদ্ভাবিত কৌশলে বোমা তৈরির মাত্রা বাড়িয়েছে।

আফগানিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর প্রায় এক লাখ ৪০ হাজার সেনা রয়েছে। আগামী কয়েক সপ্তাহে হেলমান্দ ও কান্দাহার প্রদেশে আরও ১০ হাজার সেনা মোতায়েন করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।