বোগোতা: কলম্বিয়ায় পৃথক সংঘর্ষের ঘটনায় ১০ সেনা এবং ১২ মার্কসবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে রোববার এ তথ্য জানানো হয়।
তলিমা প্রদেশ ও ভেনেজুয়েলা সীমান্তের পার্শ্ববর্তী আরাউসা প্রদেশে ঘটনা দুটি ঘটে।
তলিমা প্রদেশে রোববার মধ্যরাতে কলম্বিয়ার সেনাবাহিনী ও কেন্দ্রীয় পুলিশ বাহিনীর যৌথ অভিযানে মার্কসবাদী বিদ্রোহীরা নিহত হন। নিহতদের মধ্যে ৪ জন নারী ও ৮ জন পুরুষ। এদের সবাই ফার্ক নামের গেরিলা দলের অন্যতম নেতা গুইলার্মো লেওন সায়েনজ ওরফে অ্যালফন্সো কানো’র নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
এদিকে, পৃথক ঘটনায় আরাউসা প্রদেশে রোববার সকালে ১০ সেনা সদস্য নিহত হয়েছেন। এরা সবাই ফার্ক-এর গেরিলা বাহিনীর আক্রমণে নিহত হয়েছেন বলে সেনাবাহিনী জানায়।
কলম্বিয়ার সবচেয়ে শক্তিশালী ও পুরনো গেরিলা দল ফার্ক। দলটি ১৯৬০ এর দশক থেকে লড়াই করছে। বর্তমানে এর সদস্য সংখ্যা সাড়ে সাত হাজার থেকে ১০ হাজার বলে ধারণা করা হয়।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩০২ ঘণ্টা, জুলাই ১২, ২০১০