বেইজিং: চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ভারি বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছেছে। এছাড়া এখনো ৪৪ জন নিখোঁজ রয়েছে।
কর্মকর্তারা বার্তাসংস্থা এএফপিকে জানান, ইউনান প্রদেশের ঝাউতং শহরের একটি এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে ৪ জন নিহত ও ৪২ জন নিখোঁজ হয়েছে। তারা আরও বলেন, “দুর্ঘটনা কবলিত স্থানটি পর্বত-ঘেরা নদীর উপত্যকায় অবস্থিত। লোকজন নিজ নিজ বাড়িতেই মাটি চাপা পড়ে। ”
পাশ্ববর্তী সিচুয়ার প্রদেশে দু’টি পৃথক ভূমিধসের ঘটনায় ১৩ জন নিহত ও দুই জন নিখোঁজ রয়েছে।
কিয়াজিয়া শহর থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, “মুষলধারে বৃষ্টিপাতের কারণে ভূমিধসের সৃষ্টি হয়েছে। ”
সিনহুয়া জানায়, একই বিপর্যয়ে আরও ৫৩ জন আহত হয়েছে।
সরকারি তথ্য মতে, চলতি বছরে বন্যা সম্পর্কিত কারণে অন্তত ৫৬৭ জন নিহত ও ২৫১ জন আহত হয়েছে চীনে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০