তেহরান: ইরানের দক্ষিণ-পূর্ব অঞ্চলের প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছয় জন ‘অপরাধী’ নিহত হয়েছে। দেশটির পুলিশ শনিবার এ তথ্য জানিয়েছে।
ইরানের পুলিশের উপপ্রধান আহমাদ রেজা রাদান জানান, তিনটি পৃথক ঘটনায় ওই ছয় জন নিহত হয়েছে। তিনি বলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রদেশটির বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দিলে এ সংঘর্ষের শুরু হয়। রাস্তাগুলো বিভিন্ন অপরাধী, সরকার বিরোধী ও চোরাচালানকারীরা ব্যবহার করছিলো।
এর আগে গত বৃহস্পতিবার একই প্রদেশের রাজধানী জাহেদান শহরের একটি শিয়া মসজিদে জোড়া বোমা হামলার ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়। জুনদাল্লাহ নামের একটি সুন্নি বিদ্রোহী সংগঠন ওই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি জানায়, তারা সুন্নি বেলুচদের অধিকার আদায়ের জন্য লড়াই করছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ০৬২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০