ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

হোয়াইট হাউজে অনুপ্রবেশকারীর গাড়িতে ৮শ’ রাউন্ড গুলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, সেপ্টেম্বর ২৩, ২০১৪
হোয়াইট হাউজে অনুপ্রবেশকারীর গাড়িতে ৮শ’ রাউন্ড গুলি

ঢাকা: হোয়াইট হাউজের স্পর্শকাতর অংশে বেআইনিভাবে প্রবেশের দায়ে আটক ওমর গঞ্জালেজের গাড়িতে ৮শ’ রাউন্ড গুলি পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

এছাড়া গত জুলাই মাসেও রাইফেল এবং হোয়াইট হাউজ চিহ্নিত একটি ম্যাপ সহ গ্রেফতার হয়েছিলেন তিনি।



যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটর ডেভিড মাড সংবাদমাধ্যমকে বলেন, শুক্রবার ওমর গঞ্জালেজকে গ্রেফতারের সময় তার গাড়ি থেকে আটশ’ রাউন্ড গুলি, দুটি বড় ছুরি পাওয়া যায়। এ সময় তার গাড়িতে একটি ম্যাপও পাওয়া যায় যেখানে হোয়াইট হাউজ এবং ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ায় অবস্থিত ম্যাসোনিক উপাসনাগৃহের অবস্থান চিহ্নিত করা ছিলো।

এছাড়া গত জুলাই মাসে ভার্জিনিয়ায় পুলিশের হাতে আটক হওয়ার সময় তার গাড়িতে ১১টি বন্দুক পাওয়া যায় বলে জানান ডেভিড মাড। বেপরোয়াভাবে গাড়ি চালানোর দায়ে তাকে আটক করেছিলো পুলিশ।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, ব্যাপক নিরাপত্তার ফাঁক গলে ওমর গঞ্জালেজ হোয়াইট হাউজের স্পর্শকাতর অংশে কিভাবে পৌঁছালেন, তা এখন তদন্ত করে দেখছেন তারা।

হোয়াইট হাউজে বেআইনিভাবে প্রবেশের অভিযোগে ওমর গঞ্জালেজের দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।