ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ওবামার সামনে কথা হারিয়ে ফেলেন প্যালট্রো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪০, অক্টোবর ১০, ২০১৪
ওবামার সামনে কথা হারিয়ে ফেলেন প্যালট্রো

হলিউডের সকল হ্যান্ডসামের সঙ্গে অভিনয়ে মাত করে দেওয়া অভিনেত্রী গিনেথ প্যালট্রো। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, এমি অ্যাওয়ার্ড, স্ক্রিন গিল্ড কি না জিতেছেন।

রুপালী পর্দায় তার ‍সাহসী অভিনয় কতজনকেই মুগ্ধ করেছে, বুক ভেঙ্গেছে কত পুরুষের। কিন্তু এবার সেই সাহসী প্যালট্রোই বাকরুদ্ধ। আর তা প্রেসিডেন্ট বারাক ওবামার সামনে। প্যাল্ট্রো বারাক ওবামাকে বলেছেন, আপনি এত হ্যান্ডসাম যে আপনার সামনে গেলে আমার মুখের কথা হারিয়ে ফেলি।

একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে ওবামা গিয়েছিলেন গিনেথ প্যালট্রোর বাড়িতে। বাড়ির পেছনের আঙ্গিনায় ওই অনুষ্ঠানে দুইশ’র মতো জমায়েতের সামনে প্যালট্রো ওবামার কথা বলতে গিয়ে বললেন, আপনি এত হ্যান্ডসাম যে আপনার সামনে মুখের কথা হারিয়ে ফেলি। আর তাছাড়া আমি আপনার অনেক বড় একজন ভক্ত।

পরে প্যালট্রো সকলের উদ্দেশে বলেন, এই মানুষটিকে যদি আমরা দেশের জনগণের জন্য যা কিছু প্রয়োজন তা পাশ কর‍ার জন্য একা তাকেই ক্ষমতা দিতে পারতাম, তাহলে খুব ভালো হতো। এ সময় বারাক ওবামার নেওয়া টেকসই জ্বালানি, সম-মজুরিসহ বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। প্যালট্রো বলেন, একজন কর্মজীবী মা হিসেবে আমি মনে করি সমমজুরির এই উদ্যোগ আমার জন্য অত্যন্ত জরুরি।

পরে তহবিল সংগ্রহের ওই অনুষ্ঠানে ওবামা বক্তব্য রাখেন। এতে ইবোলা, আইএসআইএস, রাশিয়াসহ বিভিন্ন প্রসঙ্গ আসে।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রেসিডেন্ট ওবামা তহবিল সংগ্রহ ও ক্যাম্পেইনে নেমেছেন। ওই দিনই পরের দিকে তার হলিউডের আরেক হার্টথ্রম জুলিয়া রবার্টসের দেওয়া একটি ডিনারে অংশ নেওয়ার কথা।

বাংলাদেশ সময় ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।