ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণ মন্দির নির্মাণ হচ্ছে বৃন্দাবনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
বিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণ মন্দির নির্মাণ হচ্ছে বৃন্দাবনে

ঢাকা: বিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণ মন্দির নির্মিত হতে যাচ্ছে ভারতের পবিত্র শহর খ্যাত বৃন্দাবনে। মন্দিরটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে তিন শ’ কোটি ভারতীয় রুপী।



দিল্লীর কুতুব মিনারের চেয়ে তিন গুণ বড় সাত শ’ ফুট উচ্চতার ‘বৃন্দাবন চন্দ্রদায়া মন্দির’ এর নির্মাণ কাজ আগামী পাঁচ বছরের মধ্যেই শেষ করা হবে।

মন্দিরটির পরিকল্পনার দায়িত্বে রয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস (ইসকন), ব্যঙ্গালর। এ বছর ১৬ মার্চ মন্দিরটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

প্রকল্প আয়োজক জানান, নির্মাণ পরিকল্পনার মধ্যে রয়েছে মন্দিরের চারপাশ ঘিরে থাকবে ‘অনন্ত সেসা’ (নাগ দেব) যা শুভ লক্ষণ হিসেবে মনে করা হয়। এছাড়াও মন্দিরের ক্যাপসুলে চেপে দর্শনার্থীরা মন্দিরটির শেষ তলা পর্যন্ত যেতে পারবেন। শ্রীমদ্ভগবত গীতার বর্ণনা অনুযায়ী মন্দিরটির চারপাশ জুড়ে বনের আবহ গড়ে তোলা হবে। মন্দিরের জন্য বরাদ্দকৃত ২৬ একর জমির মধ্যে ১২ একর জুড়ে থাকবে বন।

‘কৃষ্ণ লিলা থিম পার্ক’ এর পাশাপাশি আনুসাঙ্গিক স্থাপনার মাধ্যমে ভগবান শ্রী কৃষ্ণের সেই রাজত্বের আবহ তৈরি করা হবে। পাশেই থাকবে কৃষ্ণ হেরিটেজ মিউজিয়াম, ভগবদ গীতা এক্সপো, লেকচার হল এবং সেন্টার ফর কৃষ্ণ হেরিটেজ স্টাডিস।

সামাজিক উন্নয়ন হবে মন্দিরটির গুরুত্বপূর্ণ কার্যক্রম। যেমন ‘অক্ষয় পত্র’ মথুরা জেলার সরকারি স্কুলে পড়ুয়া শিশুদের দুপুরের খাবার দেওয়া হবে। প্রতিদিন প্রায় ১.৬৫ লাখ শিশু প্রতিদিন এই কর্মসূচি আওতায় খাবার পাবে।

এছাড়াও বৃন্দাবনের বিধবা নারীদের উন্নয়নে তাদের পুনর্বাসন এবং অর্থনৈতিক উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।