ঢাকা: কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ তুলে বেশ কয়েকজন পোলিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। সম্প্রতি পোল্যান্ড কর্তৃক রুশ কূটনীতিক বহিষ্কারের প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ গ্রহণ করলো মস্কো।
পাশাপাশি পোল্যান্ড থেকে রুশ কূটনীতিক বহিষ্কারের ঘটনায় কড়া নিন্দা জানিয়ে সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পোল্যান্ডের কর্তৃপক্ষ সম্পূর্ণ অবন্ধুত্বসুলভ এবং ভিত্তিহীন পদক্ষেপ নিয়েছে। পোলিশ কূটনীতিক বহিষ্কারের ঘটনায় আত্মপক্ষ সমর্থন করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, এ ব্যাপারে রাশিয়া উপযুক্ত পদক্ষেপ নিয়েছে এবং পোলিশ কূটনীতিকরা ইতোমধ্যেই রাশিয়া ত্যাগ করেছে। তবে ওই বিবৃতিতে বহিষ্কৃত কূটনীতিকদের কোনো বিবরণ দেয়া হয়নি।
এদিকে প্রতিবেশী বেশ কয়েকটি ন্যাটো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে গোয়ন্দাগিরির অভিযোগ এনেছে রাশিয়া। রাশিয়ার দাবি তাদের দেশে এসব কূটনীতিক কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে রুশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত।
এর আগে লাটভিয়ার সাবেক পার্লামেন্ট সদস্য অ্যালেকসিজ হোলোসটভকে গোয়েন্দাগিরির অভিযোগে দেশ থেকে বের করে দেয় রাশিয়া। এছাড়া এস্তোনিয়ার এক পুলিশ কর্মকর্তাকেও গোয়েন্দাগিরি অভিযোগে গত সেপ্টেম্বর মাস থেকে আটকে রেখেছে রাশিয়া।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪