ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে বিদেশিদের আবাসিক স্থানে হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪
কাবুলে বিদেশিদের আবাসিক স্থানে হামলায় নিহত ২

ঢাকা: আফগানিস্তানের কাবুলে বিদেশিদের একটি আবাসিক স্থানের সামনে আত্মঘাতী হামলায় কমপক্ষে দুইজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে বিস্ফোরক বোঝাই গাড়ির মাধ্যমে এ হামলা চালানো হয়।



ডন অনলাইনের খবরে বলা হয়, তালেবান হামলার দায় স্বীকার করেছে। তবে হামলার আসল লক্ষ্য কি ছিল তা জানা যায়নি। স্থানটিতে অনেক বিদেশি কন্ট্রাক্ট কোম্পানির লোকজন থাকত।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র নাজিব ড্যানিশ জানান, বিদেশিদের আবাসিক স্থানের ফটকের সামনে একটি ছোট ট্রাকে করে হামলা চালানো হয়। প্রাথমিক তদন্তে দুইজন নিহত ও অনেকে আহত হয়েছেন।

ড্যানিশ আরো জানান, ক্যাম্পটি আন্তর্জাতিক সম্প্রদায় দ্বারা পরিচালিত হয়। বিস্ফোরণ ঘটানোর পর হামলাকারীদের দুইজন ভেতরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়।

রোববার পার্লামেন্টের সামনে এক নারী এমপিকে লক্ষ্য করে হামলা চালানোর একদিন পর এই হামলার ঘটনা ঘটল। ওই হামলায় এমপি বেঁচে গেলেও কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।