ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পদত্যাগ করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
পদত্যাগ করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল চাক হেগেল / ছবি : সংগৃহীত

ঢাকা: পদত্যাগ করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল। পেন্টাগনের সর্বোচ্চ পদটিতে প্রায় দুই বছর দায়িত্ব পালন করেন তিনি।

  তিনি ২০১৩ সালে সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টার স্থলাভিষিক্ত হন।

ধারণা করা হচ্ছে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) উত্থান প্রতিরোধে কার্যকর ব্যবস্থা ও উপযুক্ত রণ কৌশল প্রণয়নের ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে হচ্ছে চাক হেগেলকে।

পাশাপাশি রিপাবলিকান অধ্যুষিত কংগ্রেসের সঙ্গে তিক্ত সম্পর্কই তার এ পদত্যাগের নেপথ্যের কারণ বলেও মনে করছেন অনেকেই।

বরাবরই কংগ্রেসের সঙ্গে শীতল সম্পর্ক বজায় ছিলো হেগেলের। তার ওপর সম্প্রতি হয়ে যাওয়া মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে উভয় হাউজে রিপাবলিকানদের কাছে সংখ্যাগরিষ্ঠতা হারায় ডেমোক্রাটরা। এ পরিস্থিতিতে পরের বছরের জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া  কংগ্রেসের পরবর্তী অধিবেশনে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার শঙ্কা থেকেই চাক হেগেল পদত্যাগ করছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট ওবামা চাক হেগেলের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। স্থানীয় সময় সোমবার দিনের শেষে তিনি আনুষ্ঠানিকভাবে চাক হেগেলের পদত্যাগের ঘোষণা দেবেন বলে জানা গেছে।

তবে সিনেটে নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণার আগ পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন চাক হেগেল, জানিয়েছেন ওবামা প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা।

চাক হেগেলের উত্তরসূরী হিসেবে যাদের নাম সবচেয়ে উচ্চারিত হচ্ছে তারা হলেন, সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্লোরনয়, এবং সাবেক সহকারী প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।