ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় আইএস-কুর্দি সংঘর্ষে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
সিরিয়ায় আইএস-কুর্দি সংঘর্ষে নিহত ৪০ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কোবানিতে স্থানীয় কুর্দি বাহিনীর সঙ্গে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছে।

সিরিয়ায় নিযুক্ত কয়েকটি মানবাধিকার সংগঠনের উদ্ধৃতি দিয়ে রোববার (৩০ নভেম্বর) একটি মার্কিন সংবাদ মাধ্যম এ খবর জানায়।



সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, কোবানির তুরস্ক সীমান্তবর্তী এলাকায় আইএসের সঙ্গে সিরিয়ান কুর্দিস্থানের সেনাবাহিনী পিপলস প্রটেকশন ইউনিটের সমর্থনপুষ্ট যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ হলে দু’পক্ষেরই ৪০ জন নিহত হয়।

তবে, এতে আইএসের যোদ্ধারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

খবরে বলা হয়, আইএস জঙ্গিরা ট্যাংক নিয়ে কুর্দি অধ্যুষিত অঞ্চল দখলে এগিয়ে এলে এবং অন্তত শতাধিক গোলা নিক্ষেপ করলে কুর্দি বাহিনী প্রতিরোধে এগিয়ে আসে। এতে অন্তত ১০ কুর্দি যোদ্ধা ও ৩০ আইএস যোদ্ধা নিহত হয়।

আইএস জঙ্গিদের এখানে কঠোরভাবে প্রতিরোধের পর প্রতিবেশী বোতান শারকি এলাকায়ও বেশ কিছু অভিযান চালায় কুর্দি বাহিনী।

আইএস জঙ্গিদের দমনে গত সেপ্টেম্বর থেকে সিরিয়া ও ইরাক অঞ্চলে অভিযান চালিয়ে আসছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট।

বাংলাদেশ সময: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।