ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ছত্তিশগড়ে নক্শালের হামলায় ১৩ সিআরপিএফ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
ছত্তিশগড়ে নক্শালের হামলায় ১৩ সিআরপিএফ নিহত

ঢাকা: ভারতের ছত্তিশগড়ে মাওবাদী গেরিলা সংগঠন নক্শালের অতর্কিত হামলায় কমপক্ষে ১৩ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফের ১৩ সদস্য নিহত হয়েছেন। নিহত আধাসামরিক বাহিনীর ১৩ সদস্যের মধ্যে দুইজন অফিসার রয়েছেন।



সোমবার রাজ্যের সুকমা জেলায় এ ঘটনা ঘটে। চলতি বছরে সিআরপিএফের ওপর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা। এনডিটিভির খবরে এ তথ্য জানা গেছে।

গত মাসে নক্শাল পেট্রোল পার্টি ও ইন্ডিয়ান এয়ার ফোর্সের (আইএএফ) হেলিকপ্টারের হামলা চালায়। এতে ছয় সিআরপিএফ কমী ও একজন আইএএফ কর্মী আহত হন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪/আপডেট : ১৭২৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।