ঢাকা: কুখ্যাত এক ‘সিরিয়াল কিলার’কে গ্রেফতার করেছে ব্রাজিলিয়ান পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি ৪২ জনকে হত্যার কথা স্বীকার করেছেন।
বিবিসি অনলাইন জানায়, ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে গত এক দশকে তিনি এসব হত্যাকাণ্ড ঘটান।
পুলিশ বলছে, বুধবার শহরের উপকণ্ঠে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার পর সেইলসন জোসে ডাস গ্রেস নামের ওই হত্যাকারীকে গ্রেফতার করা হয়।
পুলিশ হত্যাকাণ্ডের তদন্তে নেমে পড়েছে। নিহতদের সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ। এ পর্যন্ত চারজনের পরিচয় পাওয়া গেছে।
যেহেতু ব্রাজিলে মৃত্যুদণ্ড নেই তাই দোষী প্রমাণিত হলে গ্রেকাসের সর্বোচ্চ ত্রিশ বছরের সাজা হতে পারে।
ব্রাজিলের গ্লোবো টেলিভিশনে এক পুলিশি সাক্ষাতকারে গ্রেকাস বলেন, আমার ৫, ১০, ১৫ বা ২০ বছরের সাজা হলেও জেল থেকে ছাড়া পেয়ে আবারও মানুষ হত্যা করব।
পুলিশ জানায়, হত্যার জন্য গ্রেকাস শ্বেতাঙ্গ নারীদের বেছে নিতেন। তারপর খুব ভালোভাবে তাদের অনুসরণ করতেন। তারপর সুযোগ বুঝে শ্বাসরোধ করে হত্যা করতেন। এছাড়া তিনি ভাড়ায়ও মানুষ হত্যা করতেন।
যাতে ধরা না পড়েন তাই হত্যাকাণ্ডের সময় বিশেষ এক ধরনের রেইন জ্যাকেট পড়তেন গ্রেকাস। আর ফিঙ্গারপ্রিন্ট এড়াতে হাত পড়তেন গ্লাভস।
বিশেষজ্ঞরা দাস গ্রেসের মানসিক চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪