ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে স্কুলে তালেবান হামলায় ৪ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪
পাকিস্তানে স্কুলে তালেবান হামলায় ৪ শিক্ষার্থী নিহত ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের পেশোয়ারে সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলে হামলা করেছে জঙ্গিরা। মঙ্গলবার সকালে ৫-৬ জন অজ্ঞাত বন্দুকধারীরা পেশোয়ারের ওয়ারসাক রোডের ওই স্কুলে ঢুকে পড়ে।



স্কুলের ভেতর ৫ শতাধিক শিক্ষাথী-শিক্ষক আটকা পড়েছে।

ডন অনলাইনের তথ্য মতে, এখন পর্যন্ত চার শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে। স্কুলে চারপাশ বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি নিচ্ছে তারা।

আহতদের লেডি রিডিং স্কুলে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত সেখানে ১০ শিক্ষার্থী ভর্তি হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, জঙ্গিরা সেনাবাহিনীর পোশাক পড়ে স্কুলের ভেতর প্রবেশ করে। ভেতরে ঢুকেই তারা গুলি করতে শুরু করে।

অন্যদিকে রয়টার্স জানাচ্ছে, বন্দুকধারীরা শতাধিক শিক্ষার্থী ও শিক্ষককে জিম্মি করে রেখেছে।   তেহরিক-ই-তালেবান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।