ঢাকা: যুদ্ধবিরতি চুক্তি বলবৎ থাকার মধ্যেই শনিবার গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
শনিবার গাজার খান ইউনিস এলাকার বাসিন্দারা জানান, তারা দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেরেছেন।
এদিকে শনিবারের হামলার ব্যাপারে এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর মুখপাত্র দাবি করেন, শুক্রবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলার জবাবে গাজায় হামাসের সামরিক অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
গত আগস্ট মাসে অস্থায়ী যুদ্ধবিরতির মধ্য দিয়ে শেষ হয়েছিলো ইসরায়েল হামাস সংঘাত। গত গ্রীষ্মে ৫০দিন স্থায়ী ওই ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারায় নারী,শিশু,বৃদ্ধ সহ ২ হাজার একশ’ জন ফিলিস্তিনি। আহত হন কয়েক হাজার। ধ্বংস হয় গাজার সিংহভাগ অবকাঠামো। এছাড়া প্রাণ হারায় ৭০ জন ইসরায়েলিও, যাদের অধিকাংশই সেনা সদস্য।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘন্টা, ডিসেম্বর ২০, ২০১৪