ঢাকা: ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’ পাচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তার সঙ্গে এ পুরস্কারে ভূষিত হচ্ছেন ভারতবর্ষের মুক্তিসংগ্রামী মদন মোহন মালাবিয্যাও।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার বৈঠকে বাজপেয়ী ও মদন মোহনকে এ সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নেওয়ার পর প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাসভবন ‘রাষ্ট্রপতি ভবন’ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি আনন্দচিত্তে মুক্তিসংগ্রামী পণ্ডিত মদন মোহন মালবিয্যা (মরণোত্তর) ও অটল বিহারী বাজপেয়ীকে ভারতরত্ন পদকে ভূষিত করেছেন।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ২৫ ডিসেম্বর বিজেপি দলীয় সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ীর জন্মদিনের ঠিক একদিন আগে সরকার এ তাকে এ সম্মাননায় ভূষিত করলো।
সম্মাননাটি চালু হওয়ার পর থেকে প্রখ্যাত বিজ্ঞানী সিভি রমন, ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সংগীতশিল্পী লতা মঙ্গেশকরসহ এখন পর্যন্ত ৪৩ জন এ পুরস্কারে ভূষিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪