ঢাকা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর পৃথক অভিযানে অর্ধশতাধিক জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ডজন দেড়েক।
সামরিক সূত্র ও স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে শনিবার (২৭ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, শুক্রবার রাতে আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত খাইবার ও ওরাকজাই জেলার সংযোগ এলাকায় একটি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বিমান বাহিনী ও সেনাবাহিনী অভিযান চালালে ১৬ জঙ্গি নিহত হয়। আহত হয় ২০ জনেরও বেশি।
পাক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, ওই ঘাঁটিতে জঙ্গিরা গোপন বৈঠকে বসেছিল খবর পেয়ে বিমান ও সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে।
উত্তর-পশ্চিমাঞ্চলে অপর এক অভিযানে দুই কমান্ডারসহ ৩৯ জন জঙ্গি নিহত হয়েছে এবং এই অভিযানে একটি অস্ত্রাগারও ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল অসিম বাজওয়া।
১৬ ডিসেম্বর পেশোয়ারের সেনা পরিচালিত একটি স্কুলে তালেবানি হত্যাযজ্ঞের পর জঙ্গিদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করেছে সরকার।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪