ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমাদের ওপর হামলার পরিকল্পনা আল-কায়েদার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
পশ্চিমাদের ওপর হামলার পরিকল্পনা আল-কায়েদার অ্যান্ডু পার্কার

ঢাকা: সিরিয়ায় আল-কায়েদার জঙ্গিরা পশ্চিমা দেশগুলোর ওপর গণহামলা পরিকল্পনা করছে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এমআই৫) প্রধান অ্যান্ডু পার্কার।

প্যারিসে সাপ্তাহিক রম্য শার্লে এবদো পত্রিকা অফিসে হত্যাকাণ্ডের পরে এক বক্তৃতায় পার্কার একথা বলেন।



তার দাবি, ইউপোর-আমেরিকার অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে রয়েছে।

তিনি বলেন, সিরিয়ার পশ্চিমাঞ্চলের জঙ্গিরা হামলা পরিকল্পনায় কষছে। বিশেষ করে পশ্চিমাদের পরিবহন ব্যবস্থা ধ্বংস করতে চায় তারা।

পার্কার আরো জানান, এর মধ্যে প্রায় ৬০০ ব্রিটিশ জঙ্গি ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ যোগ দিয়েছে।

যুক্তরাজ্যে বিস্তার লাভ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সাহায্য নিচ্ছে জঙ্গীবাদী সংগঠনগুলো। তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি ফেসবুক ও টুইটারের মত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।