ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডায় পুলিশের ওপর গুলিবর্ষণকারীর মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
কানাডায় পুলিশের ওপর গুলিবর্ষণকারীর মৃতদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

ঢাকা: কানাডায় ক্যাসিনোর ভেতরে দুই পুলিশকে গুলি করে পালানো সন্দেহভাজন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সেন্ট আলবার্তার পূর্বাঞ্চলের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ঐ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ।



পুলিশ এখনও সন্দেহভাজন ব্যক্তির পরিচয় এবং তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।

পুলিশের অ্যাসিসটেন্ট কমিশনার মারলিন ডেগরেন্ড এব সংবাদ সম্মেলনে জানান,  শনিবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় রাত তিনটার দিকে আলবার্টার অ্যাপেক্স ক্যাসিনোতে ওই গুলির ঘটনা ঘটে। একটি গাড়ি চুরির তদন্ত করতে গেলে ডেভিড ম্যাথিউ (৪২) এবং ডেরেক ওয়াল্টার বন্ড (৪৯) নামের দুই পুলিশ সদস্যকে গুলি করে ওই সন্দেহভাজন ব্যক্তি। এর মধ্যে ডেভিড ম্যাথিউ এর অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়:  ১৬২৫ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৫
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।