ঢাকা: বাঘ প্রেমীদের জন্য সুখবর। ভারতে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যহারে বেড়েছে।
ভারতে সর্বশেষ বাঘশুমারিতে এ তথ্য উঠে এসেছে। ভারতের পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভাডেকার বাঘের সংখ্যা বৃদ্ধিকে বিশাল সাফল্য হিসেবে উল্লেখ করে বলেন, বাঘ সংরক্ষণে সরকারের নানামুখী পদক্ষেপের কারণে এ সাফল্য এসেছে। উল্লেখ্য, ভারত বিশ্বের ৭০ ভাগ বাঘের আবাসভূমি।
দিল্লিতে সাংবাদিকদের পরিবেশমন্ত্রী বলেন, বিশ্বে যখন বাঘের সংখ্যা কমছে, তখন ভারতে বাড়ছে। এটা বড় খবর।
তিনি বলেন, মোট বাঘের ৮০ শতাংশের ছবিই আমরা সংগ্রহ করতে পেরেছি। বিশ্বের অন্যান্য স্থানেও একই পদ্ধতি অবলম্বন করে বাঘ সংরক্ষণ করা যেতে পারে।
তিনি বিশ্বব্যাপী বাঘ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রয়োজনে বিভিন্ন দেশে বাঘের বাচ্চা সরবরাহের ইচ্ছা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫