ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

তেলআবিবে বাসে হামলায় ছুরিকাহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
তেলআবিবে বাসে হামলায় ছুরিকাহত ১৩ সংগৃহীত

ঢাকা: ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেলআবিবে একটি যাত্রীবাহী চলন্ত বাসে হামলা চালিয়ে অন্তত ১৩ জনকে ছুরিকাঘাত করেছেন এক তরুণ। তবে, হামলার পর পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন তিনি।



বুধবার (২১ জানুয়ারি) সকালে উপকূলীয় তেলআবিবের প্রধান সড়ক ‘বিগিন রোড’ থেকে ছেড়ে যাওয়া ওই বাসে এ হামলা চালানো হয়।

তেলআবিব পুলিশের মুখপাত্র লুবা সামরি বলেন, হামলার পর পালিয়ে যেতে চাইলে নিরাপত্তা বাহিনী ওই তরুণের পায়ে গুলি করে এবং তাকে আটক করে।

এছাড়া, হামলাকারীকে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সদস্য (সাধারণ ফিলিস্তিনি বোঝানো হয়) বলে দাবি করছেন তিনি।

ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ২৩ বছর বয়সী ওই তরুণ পশ্চিম তীরের তাকার্ম এলাকার বাসিন্দা এবং শ্রমিক ভিসা ছাড়াই তিনি ইসরায়েলে অবস্থান করছেন।

ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেন, বিগিন রোড থেকে যাত্রী বেশে বাসটিতে ওঠার পর হামলা চালান ওই তরুণ। প্রথমেই তিনি চালকে ছুরিকাঘাত করেন। এরপর বাসের অন্য যাত্রীদের ওপরও হামলে পড়েন।

আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।

এদিকে, এই হামলাকে ‘বীরোচিত’ বলে আখ্যা দিয়েছেন গাজার নিয়ন্ত্রক সংগঠন হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাত আল-রিশেক।

যদিও এই হামলাকে ‘সন্দেহভাজন সন্ত্রাসী হামলা’ হিসেবেই উল্লেখ করছে ইসরায়েল।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।