ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মাদাগাস্কারে মৌসুমি ঝড়ে ৪৬ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
মাদাগাস্কারে মৌসুমি ঝড়ে ৪৬ প্রাণহানি

ঢাকা: ভারত মহাসাগর বুকের দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে মৌসুমি ঝড়ে অন্তত ৪৬ জনের প্রাণহানি হয়েছে। আহত ও বাস্তুহারা হয়েছে অগণিত মানুষ।



দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তাদের উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বুধবার (২১ জানুয়ারি) এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, গত ক’দিন ধরে ব্যাপক বৃষ্টিপাতের পরপরই আঘাত হানা মৌসুমি ঝড়ে প্রায় সোয়া লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গত সপ্তাহান্তে (১৮ জানুয়ারি রোববার) আঘাত হানা চেদজা নামে এই ঝড় কেড়ে নিয়েছে অন্তত ৪৬ জনের প্রাণ। আর ভাসিয়ে নিয়েছে হাজারো গবাদি পশু ও ঘরবাড়ি।

ঝড় পরবর্তী দুর্যোগ মোকাবেলায় জাতীয় সংস্থাগুলো তৎপরতা শুরু করেছে বলেও খবরে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।